গ্রামীণ সিম দিয়ে ফ্রি ইন্টারনেট চালান (আজীবন মেয়াদ)





গ্রামীণ সিম দিয়ে ফ্রি ইন্টারনেট চালান (আজীবন মেয়াদ)

চলুন জিপি সিম দিয়ে পিসি তে ফ্রি নেট ইউজ করি… কথা কম বলে চলুন দেখি কিভাবে করতে হবে…







যা যা লাগবে ঃ
১। ১ টি মডেম
২। ১ টি GP সিম


৩। ১ টি কম্পিটার







প্রথমে Download Link   থেকে সফটওয়ার টি download করে আনজিপ করুন।
Mediafire download link২।তারপর  signup Link  থেকে একটি একাউন্ট করেন।


 *Click On Download Link Wait For Five Seconds Then Press
৩। তারপর আপনার GP মডেম টি কম্পিউটারে কানেক্ট করুন। আপনার সিমে যে কোন একটি pakage(যেমন P1 send 5000) চালু করেন। আপনার কোন টাকা কাটবে না।
৪। এরপর http://internet.grameenphone.com/ প্রবেশ করুন ।
৫। আপনার download করা আনজিপ করা ফোল্ডারে দেখেন PD-launcher নামে একটি ফাইল আছে । PD-launcher ক্লিক করেন।
৬। yes চাইলে yes দেন। তারপর নিচের মত একটি উইন্ডো আসবে ।
৭। সেখানে আপনি যে একাউন্ট করেছিলেন, তার উজারনেম ও পাসওয়াড দিয়ে কানেক্ট করেন।
৮।কানেক্ট হলে আপনি ইচ্ছা মত ইন্টারনেট ইউস করতে পারবেন ।
(বিঃদ্রাঃ ১টি একাউন্ট দিইয়া ১০০mb use করা যায়। আপনি যদি ১০ টি একাউন্ট করেন, তাহলে ১gb use করতে পারবেন। যত বেশি একাউন্ট তত বেশি use. আর একটি কথাঃ ১টি একাউন্ট দিয়ে ৯০mb use করার পর আর একটি একাউন্ট কানেক্ট করেন। যদি কোন কারনে ১০০mb use হয়ে যায়, তাহলে ঐ দিন আর কনেক্ট হবে না। সাবধান। আর একটি কথাঃ আপনি যদি বেশি স্পীড পেতে চান, তাহলে আপনাকে p1 pakage বাদে অন্য কোন পেকেজ (জেমনঃp7, 3,1…) চালু করতে হবে। p7 চালু করলে ১৫ দিন আনলিমিটেড চালাতে পারবেন। মানে অন্য যেকোনো পেকেজ। এটি গ্রামীণ জানলে ও কিছু করতে পারবে না। আজীবন চালান ফ্রি ইন্টারনেট।))
আসল কথা বলাই হয় নাই- সিমে কোন টাকা রাখবেন না
ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন ।
কতটুকু নেট ব্যবহার করেছেন তা জানতে এখানে Login করুন
























Comments

Popular posts from this blog